Wednesday, May 4, 2022

বসি গুণী সনে

========================

জ্বলে আগুন লাগে যদি 

বারুদে বারুদে ঘসা, 

রাখো যদি নিস্তেজ প্রাণ 

রক্ত খেয়ে যাবে মশা। 


করো আঘাত শক্ত প্রাণে 

দেখবে আপন দুর্দশা, 

তুমিও বুঝবে অবশেষে 

গুণী সনে কেনো বসা ! 


আমিও কম কিসে মেনে 

শিখে নেবো অংক কষা, 

তবেই মূল্য দেবে সমাজ 

যাবে না আর ধুতি খসা। 

-------------------------------

সাগর আল হেলাল


No comments:

Post a Comment

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...