Wednesday, May 4, 2022

জল ও পানি

========================

পাপী তাপীর মনের ময়লা 

নিচ্ছে গঙ্গা জল, 

পদ্মা নদীর পানিতে কি 

নাইরে একই ফল ! 


একই স্রোতের একই ধারা 

একই প্রেমের ভাও, 

তবে কেনো পদ্মা ছেড়ে 

গঙ্গা ঘাটে যাও ! 


গয়া কাঁশি বৃন্দাবনে 

নাই বিধাতার ঘর, 

তোমার ঘরে সংগোপনে 

বাস করে ঈশ্বর। 

------------------------------

সাগর আল হেলাল

No comments:

Post a Comment

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...