========================================
ঘামেই এসেছে সভ্যতা তবু কেন এতো ঘৃণা ঘামে,
ক্ষুধার যম ধরা শ্রমিকের দম তাই পেয়েছে অল্প দামে !
ক্ষুধার যম ধরা শ্রমিকের দম তাই পেয়েছে অল্প দামে !
তোমার ঘরের কাঁচের দেয়াল ধরে আছে যার স্মৃতি,
ন্যায্য মজুরী দিতে কেন তারে দেখাচ্ছো ভয় ভীতি !
বসার ঘরের মজবুত খুঁটি পোতা হলো যার হাতে,
দেখা দিতে এলে কওনা কথা তুমি আজ তার সাথে।
শ্রমিকেরা যদি শ্রম নাহি দিতো আয়েশ কোথায় পেতে,
খালি গায়ে থাকা শ্রমিক দেখে মেজাজ ওঠে তেতে !
মেজাজ খানা ঠাণ্ডা করতে বসো যেই ফ্যানের তলে,
ভেবে দেখো তুমি ঐ ফ্যানটাও গড়েছে শ্রমিক দলে।
অর্থের বলে পেয়েছো সবই তাই কি এতো বাহাদুরি,
ভাবছো নিজেকে সভ্য তুমি সভ্যতা করে চুরি।
যেই সভ্যতার গর্ব চলছে- তা শ্রমিকের ঘামে আসা,
শ্রম সাধকের চরণে চলো রাখি শ্রদ্ধা ও ভালোবাসা।
------------------------------------------------------------
সাগর আল হেলাল
No comments:
Post a Comment