=================
ঘরের মধ্যে অট্টহাসি
বাইরে মস্ত তালা,
কেমন করে ঢুকলে ঘরে
ভাবলে বাড়ে জ্বালা।
জানলা পথে জোছনা ঢোকে
বাতাস পথে আলো,
ভেতর থেকে বার মানুষের
বুকে আগুন জ্বালো।
নেইতো চেনা নেইকো জানা
বুঝি না তো কিছু,
ঘুরে গেলাম সারাজীবন
তবু তোমার পিছু।
তোমার মনে হয় না মায়া
দাওনা আমায় দেখা,
আশায় আশায় জনম গেলো
ঘরের বাইরে একা।
--------------------------------------
সাগর আল হেলাল
No comments:
Post a Comment