Saturday, April 30, 2022

ধর্মের সেবা

- সাগর আল হেলাল

==============================

ঈদের জামাত চলছে দেখো জল কাদা জমা মাঠে,

নামাজির মনে নেই আক্ষেপ চমকায় নূর ললাটে।

 

তিরিশ দিনের রোযার শেষে প্রাণ-মন পবিত্র বটে,

চরণ যুগল এগিয়ে রয়েছে বেহেশতের সন্নিকটে।

 

সুরমা আতর মাখানো দেহে ফুটছে নূরানী হাসি,

উঠছে মুখে তাক্ববির ধ্বনি আনন্দ রাশি রাশি।


এরা হলেন রোযাকারী আবার অন্য ছবিও আছে,

ঈদগাহ মাঠের আয় আর ব্যয় রয়েছে তাদের কাছে।


ধার্য করা সমাজের চাঁদা কতোটা হয়েছে জমা,

কড়ায় গণ্ডায় চলছে হিসাব কেউ পাবে না ক্ষমা।


কার আয় কম, কে আছে বেকার বোঝে না ওরা কিছু,

দাবী একটাই দিতে হবে সব ধরা আছে যা মাথা পিছু।


ঈদগা’র চাঁদা চা-পানে খরচ ঈদগাহে জল-কাদা,

এমন নিয়ম চলছে, চলবেই কে দেবে তাতে বাধা।


ধর্ম এসেছে মানব সেবায়, সেবা নেয় সমাজপতি,

হে মহান প্রভু- তুমি পাওনা দেখতে মানুষের দুর্গতি !

---------------------------------------------------------------

ঈদুল ফিতর,

২০১৮


No comments:

Post a Comment

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...