Friday, April 29, 2022

খণ্ডিত হয় পুরুষও

========================

নারী ভাগ হয় খন্ডিত পুরুষ শরীরে,

অনেকগুলো নারী

একত্রিত হলেই কেবল পূর্ণতা পায়

একজন পুরুষ;


খণ্ডিত হয় পুরুষও

নারী তাকে নিয়ে যায় খণ্ড যাত্রায়

ফিরে যাওয়ার জন্য নারী

আসে না পৃথিবীতে;


পুরুষেরা যায় আসে ভাসে ডোবে

কাশফুলের কচি ডগা,

চাঁদ-নদী-ঝর্ণা-ফুল হয়ে নারী

পৃিথিবী সাজায় প্রজন্মের চাহিদায় !

-

----------------------------------------

সাগর আল হেলাল

No comments:

Post a Comment

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...