পুঁজিবাদ উপনিবেশবাদের অবৈধ সন্তান
ঔপনেবিশক শক্তির হাত কতো লম্বা তো দেখা গেলো পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে। সংবিধানে লেখা আছে স্পিকারের রুলিং এর উপর আদালত কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু, এখানে দেখা গেলো- আদালত সুয়োমোটো নোটিশ নিয়ে স্পিকারের রুলিংকে বে-আইনী ঘোষণা করলো। যেই প্রতিষ্ঠান আইন বানায় তাকেই বে-আইনী বলা হলো।
বিচার চেয়ে বিচার মেলে না, অথচ বিচার না চেয়েও রায় পাওয়া যায়। পুঁজিবাদ উপনিবেশবাদের অবৈধ সন্তান প্রমাণিত।
No comments:
Post a Comment