=============================
কথা ও সুরঃ সাগর আল হেলাল
==============================
আমার,
বাঁশমতির হয় না সুমতি চিটা হইয়া মরে
কৃষকেরে ফাঁকি দিয়া জমি নষ্ট করে।।
বাঁশমতির হয় না সুমতি চিটা হইয়া মরে
কৃষকেরে ফাঁকি দিয়া জমি নষ্ট করে।।
হায়রে সাধের চাষাবাদে বেলা বয়ে যায়
আইলে বসে মাজরা পোকা আড়ে আড়ে চায়
ওরে,
নববঁধুর আশ মেটে না চোখে পানি ঝরে।।
ষোল চাষে জন্মে তুলা মুলায় অষ্ট চাষ
ধানী জমি চাইরে খুশি পায় তাতেই নির্যাস
আমি,
কেমন করে চষলাম জমি মাটি রয় খরখরে।।
জমির মালিকানায় যারা করছো অহংকার
ফসল যদি নাহি জন্মে কি দাম আছে তার
ওরে,
হেলাল কয় বাইন চেনো আাগে ফসল পাইবা ঘরে।।
-
পাবনা
৬.৪.২২
-----------
No comments:
Post a Comment