Tuesday, April 5, 2022

পুঁথির অনুকরণ

=========================
- - - - - ঘটনা সন্ধ্যে বেলায়-

ঘটনা সন্ধ্যে বেলায় পাবনা জেলায়
দুই বন্ধু এক সাথে
যুক্তি করে বুড়া বুড়ির সাক্ষাৎ হইবো রাতে
জানবে না কাক-পক্ষী

জানবে না কাকপক্ষী পেঁচা অলক্ষী
পাড়ার যোয়ান বুড়া
কাল থেকে আর ময়না বিবি থাকবে না আঁটকুড়া
বুদ্ধি পাকাপোক্ত-

বুদ্ধি পাকাপোক্ত মাগরিবের অক্ত
আসিবেন মৌলানা
এই বাড়িতে মিলাদ হইবো আছে খানা দানা
সবাই দাওয়াত পাইলো-

সবাই দাওয়াত পাইলো মিলাদ পড়লো
করলো খানা-পিনা
মৌলানার ক্বেরাতের সুরে মগ্ন ঘর আঙিনা
আরো ঘরের মানুষ -

আরো ঘরের মানুষ হইলো বেহুঁশ
ক্বারী কণ্ঠ শুনে
বেড়ার ফাঁকে নজর দিয়া ময়নায় প্রহর গুনে
ঘটনা ঘটে গেলো

ঘটনা ঘটে গেলো রাত পোহাইলো
হইলো জানাজানি
মৌলানা সা’ব কাইড়া নিছে ময়নার হৃদয় খানি
বিয়া হইয়া গেছে -

বিয়া হইয়া গেছে ছেলে আইছে
আইছে মৌলানার নাতি
ময়না বিবির শূন্য ঘরটা হইয়া যায় আবাদি
খুশির ঠিকানা নাই -

খুশির ঠিকানা নাই দুই বন্ধুও নাই
গ্যাছে যে যার বাড়ি
বুড়া বুড়ির খুশির কথা আজো শুনতে পারি
হাতে সময় নাই -

হাতে সময় নাই বাড়ি যাই
আপনারাও যান কাজে
পারলে এমন শুভ কাজ করিবেন মাঝে সাঝে-
জানাই আল্লাহ হাফেজ-------
-
সাগর হেলাল
৬.৪.২২
===============================
সত্য একটি ঘটনা অবলম্বনে

2 comments:

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...