===================
কিসের এতো ডর
ধররে তোরা ধর,
ঐ পালালো ঋণ খেলাপী
চতুর ধুরন্ধর।
ধররে তোরা ধর,
ঐ পালালো ঋণ খেলাপী
চতুর ধুরন্ধর।
গাঁয়ের চাষী খেটে মরে
ঘুষখোরেরা প্রাসাদ গড়ে;
সারা বছর বোঝা টেনেও
কুলির ভাঙা ঘর
তবুও সে ট্যাক্স দিচ্ছে
লবনের উপর-
আড়ৎদার ও মজুতদারে
ঝোঁকের মতো বস্ছে ঘাড়ে;
ঠিকাদারের কর্ম দেখে
গায়ে আসে জ্বর,
কেউ যেন না যেতে পারে
এমন কাজটি কর-
কিসের এতো ডর ?
ঐতো আসে সেবকের দল
ধর ওদেরও ধর-
এতো কিসের ডর !
-
সাগর আল হেলাল
No comments:
Post a Comment