Saturday, April 16, 2022

বর্তমানের পরিচয়

===================

দেশে এখন আইন নাই

আইন ভাঙলে ফাইন নাই


গেজেট জারী

কর্তৃপক্ষের সাইন নাই

পূঁজার ঘরে

সব আছে ঠাকরাইন নাই


আম-জনতার দাইন নাই

ভালো থাকার লাইন নাই।


জমি আছে খারিজ নাই

প্রজার মুখে নালিশ নাই


ঘুষের ব্যথা

রোগ সারানোর মালিশ নাই

সংসদে ঘুম

মাথায় শুধু বালিশ নাই


জুতা আছে পালিশ নাই

চোর-ডাকাতের সালিস নাই।


সরকারিদের শরম নাই

বিরোধীদের গরম নাই


জীবের পাশে

বিন্দুমাত্র পরম নাই

পরের জন্য

বুকের জায়গা নরম নাই


ভোটার হতে ফরম নাই

শাসক দলের ভরম নাই।


কথা বলতে লাগে ভয়

না বললে হয় আমাশয়

এসব আমার কথা নয়

এটা, বর্তমানের পরিচয়।

-

সাগর আল হেলাল

১৬.০৪.২০২২

No comments:

Post a Comment

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...