===================
হিসাব নেওয়ার মানুষ নাই
চলো সবাই মিলে মিশে খাই।
রাস্তা খাবো ব্রিজ খাবো
ভরাট নদীর বালু খাবো
উন্নয়নের বাজেট খাবো
নগদ-বাঁকি যেমন পাবো তা-ই
চলো সবাই মিলে-মিশে খাই।
বয়স্ক-বিধবা ভাতা
উপবৃত্তির বই আর খাতা
শিক্ষাবোর্ডের বই ছাপাতে
কমিশন চাই হাতে হাতে
ভ্যাটের উপর ভ্যাট বসাতে চাই
চলো সবাই মিলে-মিশে খাই।
পৌরসভা ইউনিয়নে
ত্রাণ তহবিল বিতরণে
রাস্তা-ঘাট প্রকল্পের নামে
ফাণ্ড রিলিজ হয় গ্রামে গ্রামে
কমিশনের অংশ যা-ই পাই
চলো সবাই মিলে-মিশে খাই।
মনোনয়ন ফরম বেচো
নতুন প্রার্থীর পকেট সেঁচো;
কমিটিতে পদ পদবী
টাকা দিলে পাবে সবই
খালি হাতে হবে না জানাই
সবাই আসো মিলে-মিশে খাই।
ভোট খেয়েছি জোট খেয়েছি
ব্যাংক, বীমার নোট খেয়েছি
একলা খেয়ে দেখছি মজা নাই
চলো সবাই মিলে-মিশে খাই।
-
সাগর হেলাল
No comments:
Post a Comment