দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে ভালোই লাগে না। দেশটার হইলো কি ? চারপাশে এতো অনিয়ম, এতো বিশৃঙ্খলা- তারপরও কোনো অস্থিরতা নেই। এটা নিঃসন্দেহে কোনো ভালো লক্ষণ নয়। কবি-সহিাত্যিক কলামিস্টরাও কেবলই ধামা ধরে আছে।
ভাইসাব, ধামাটা রাখেন। দুইডা মনের কথা ক’ন। এই বছর পান নাই, সামনে বছর না হয় পাবেন।
-
সাগর হেলাল
শিরোনামটা দারুন হয়েছে
ReplyDelete