Wednesday, April 6, 2022

ভাইসাব, ধামাটা রাখেন

দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে ভালোই লাগে না। দেশটার হইলো কি ? চারপাশে এতো অনিয়ম, এতো বিশৃঙ্খলা- তারপরও কোনো অস্থিরতা নেই। এটা নিঃসন্দেহে কোনো ভালো লক্ষণ নয়। কবি-সহিাত্যিক কলামিস্টরাও কেবলই ধামা ধরে আছে।


ভাইসাব, ধামাটা রাখেন। দুইডা মনের কথা ক’ন। এই বছর পান নাই, সামনে বছর না হয় পাবেন।

-

সাগর হেলাল

1 comment:

  1. শিরোনামটা দারুন হয়েছে

    ReplyDelete

আইকে সরকার

ইমরান খান তার দেশের সংসদ ভেঙে দিয়েছে।  যুক্তরাস্ট্রের হস্তক্ষেপে  নওয়াজ শরীফ ও আসিফ জারদারী গং এর পেছনে কাজ করছে। এ কথা  বলছে সে দেশের সামাজ...