===========================
জরায়ূর যদি নিরাপত্তা না থাকে
স্বাধীনতায় তার কী হবে,
স্বাধীনতার চেয়ে
নিরাপত্তা বড়ো
এই কথা তারে কে ক‘বে ?
মা চায় নিরাপত্তা বোনও
তাই চায়
গণ্ডগোল করে কারা,
চোখ কান খুলে অপেক্ষা
করলেই
ঠিক ধরা দেবে তারা।
ধর্ম না মেনে, বলে
ধর্মের কথা
নিজেরা জড়ায় পাপে,
গলা আর কাঁধ বড়ো যে ওদের
ঠেকাবে কোন বাপে !
যেজন চিনেছে নিজের মহিমা
সেজন রয়েছে মাটি,
জগত তাকে সমীহ করে, তার
সাথে যাই চলো হাঁটি।
-
সাগর আল হেলাল
১৪.০৪.২০২২
No comments:
Post a Comment