==================
- সাগর আল হেলাল
=================
রোজা কেনো থাকি ?
রোজা রাখলে পাপ ধুয়ে
যায়
না হলে কি রাখি !
রোজা কেনো থাকি ?
পরের জমির সর্ষে ভেঙ্গে
তেলটা গায়ে মাখি।
রোজা কেনো থাকি ?
পর জনমে স্বর্গে যাবো
মনে স্বপ্ন আঁকি।
রোজা কেনো থাকি ?
গোপনে সুখ নিয়ে এখন
শাক দিয়ে মাছ ঢাকি।
রোজা কেনো থাকি ?
সারা বছর আয় করেছি
কর দিয়েছি ফাঁকি।
রোজা কেনো থাকি ?
উপরি আয়ে হজ্জ্ব করেছি
আমি লোকটা লাকি !
রোজা কেনো থাকি ?
এই মাসে যেই খাদ্য মেলে
তা কেমন স্বাদ চাখি।
রোজা কেনো থাকি ?
সন্ধ্যে বেলা মসজিদেতে
লাল করা যায় আঁখি।
রোজা কেনো থাকি ?
ঘুষের টাকায় পেট বেড়েছে
কমলে জাগে পাখি।
রোজা কেনো থাকি ?
বুঝবে লোকে সাচ্চা আমি
যতোই থাক চালাকি !
রোজা কেনো থাকি ?
পরের মালে ঘর ভরেছি
জমেছে খোরাকি।
রোজা কেনো থাকি ?
নাচতে হবে গাইতে হবে
সামনে যে বৈশাখী !
রোজা কেনো থাকি ?
বুক উঁচিয়ে যাবে চলা
যেমন চলে খাঁকি।
রোজা কেনো থাকি ?
ব্যালেন্ডারে নিত্য
নতুন
সরবৎ যে চাখি !
রোজা কেনো রাখি ?
মেছাক মেরে থুতু ফেলে
হায়দারী হাঁক হাঁকি !
রোজা কেনো থাকি ?
লোকের ভয়ে লোক দেখানো
রোজা আমি রাখি।
-
১১.০৪.২০২২
নবম রমজান-১৪৪৩
================
No comments:
Post a Comment